ডব্লিউএইচও’র প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস
বিবিসি রেডিও ৪ এর সঙ্গে শনিবার (২৮ ডিসেম্বর) এক সাক্ষাতকারে ইয়েমেনের বিমানবন্দরে চালানো ইসরায়েলের বিমান হামলা থেকে বেঁচে ফেরার ভয়াবহ মুর্হূতের বর্ণনা দিয়েছেন ডব্লিউএইচও’র প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস। জাতিসংঘের আটক করা কর্মীদের মুক্তির বিষয়ে আলোচনা এবং ইয়েমেনের মানবিক অবস্থা পরিদর্শন শেষে ফেরার সময় ইসরায়েল হামলা চালায়। ওই হামলার ঘটনায় ৬ জন নিহত হন। খবরঃ বিবিসি
শনিবারের ওই সাক্ষাতকারে ডাক্তার তেদরস বলেন, ‘পরিস্থিতি ছিল খুবই ভয়াবহ, মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে এবং দৌড়াতে থাকে। তিনি আরও বলেন, সেখানে কোনো আশ্রয় কেন্দ্র ছিল না। সুতরায় আমার পুরোপুরিভাবে সেখানে মারা পড়তাম। সৌভাগ্যক্রমে আমরা বেঁচে গেছি। না হলে ক্ষেপণাস্ত্র আমাদের মাথার ওপর পড়ত।’
তিনি বলেন, সহকর্মীদের ভাষ্য ছিল, আমরা মৃত্যুর দুয়ার থেকে ফিরেছি। ২০১৭ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন তেদরস। বিশেষ করে করোনা মহামারির সময় তিনি জনসাধারণকে ব্যাপকভাবে সতর্ক করেন এবং বেশি বেশি মিডিয়ার সামনে আসেন। এজন্য বিমানবন্দরে থাকাকালীন মানুষজন তাকে চিনে ফেলে।
তবে তিনি বলেন, ‘বিমানবন্দরে আমার থাকা গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, প্রত্যেক বেসামরিক নাগরিকের জীবন রয়েছে। আমার জীবন অন্য মানুষের চেয় বেশি কিছু নয়।’
তেদরস বলেন, বিমানবন্দর একটি বেসামরিক স্থান। সুতরাং ইসরায়েলের এভাবে সেখানে হামলা চালানো উচিত হয়নি।
আরও পড়ুন