Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ডেঙ্গু আক্রান্ত ১ লাখ ৮শ’ ছাড়াল, মৃত্যু ৫৭০ জন

Main Image

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা (ফাইল ছবি)


এডিস মশাবাহী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৫৭০ জনে। একই সময়ে নতুন করে ১০৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত ১ লাখ ৮শ’ ছাড়াল। শনিবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৩৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

 

এছাড়া গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২৩ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৯ জন, বরিশাল বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ৩ জন করে মোট ৬ জন এবং খুলনা বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন