Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


পোস্ট গ্রাজুয়েশন কোর্স ফি কমালো বারডেম

Main Image

বারডেম জেনারেল হাসপাতাল


বারডেম একাডেমি কর্তৃক পরিচালিত পোস্ট গ্রাজুয়েশন (এমডি, এমএস, এমফিল ও ডিপ্লোমা) কোর্সের বার্ষিক ফি কমিয়ে সর্বমোট ১৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গত ৩০ নভেম্বর বাডাস কাউন্সিলের ৭০৮তম সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বারডেম জেনারেল হাসপাতালের পরিচালক প্রশাসন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মোহাম্মদ মহসিন স্বাক্ষরিত নোটিশ থেকে এসব জানা গেছে। আদেশটি ১ ডিসেম্বর, ২০২৪ থেকে কার্যকর করা হয়েছে।  

 

বাডাস কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পোস্ট গ্রাজুয়েশন (এমডি, এমএস, এমফিল ও ডিপ্লোমা) কোর্সের বার্ষিক ফি নিম্নোক্তভাবে পরিশোধ করতে হবে।

 

১. এমডি/এমএস এবং ডিপ্লোমাঃ

বাৎসরিক সেশন ফি ৬,০০০ টাকা।

বাৎসরিক টিউশন ফি ১২ মাসের জন্য ১২,০০০ টাকা।

সর্বমোট বাৎসরিক টিউশন ১৮,০০০ টাকা।

 

২. এমফিল কোর্সের সেশন ও কোর্স ফিঃ

ক.)

প্রথম পর্বের সেশন ফি ৬,০০০ টাকা।

প্রথম পর্বের টিউশন ফি ৬ মাসের জন্য ৬,০০০ টাকা।

প্রথম পর্বের মোট কোর্স ফি ১২,০০০ টাকা।

 

খ.)

দ্বিতীয় পর্বের টিউশন ফি ৬ মাসের জন্য ৬,০০০ টাকা।

দ্বিতীয় পর্বের মোট কোর্স ফি ৬,০০০ টাকা।

 

গ.)

তৃতীয় পর্বের সেশন ফি ৬,০০০ টাকা।

তৃতীয় পর্বের টিউশন ফি ১২ মাসের জন্য ১২,০০০ টাকা।

প্রথম পর্বের মোট কোর্স ফি ১৮,০০০ টাকা।

 

সিদ্ধান্ত অনুযায়ী, এমডি ও এমএস কোর্সের শিক্ষার্থীরা প্রতি ফেইজের সম্পূর্ণ কোর্স ফি উক্ত ফেইজে ভর্তির ভর্তির সময় এককালীন প্রদান করবেন। এছাড়াও ডিপ্লোমা কোর্সের কোর্স ফি এককালীন প্রদান করবেন।

 

এদিকে, বার্ষিক ফি কমানোর জন্য বারডেম কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির চক্ষু বিভাগের প্রশিক্ষণার্থী ডা. আব্দুল মোস্তাকিম। তিনি বলেন, ইতোপূর্বে বারডেমের পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থীদের জন্য বার্ষিক কোর্স ফি নির্ধারণ করা ছিল ৪৯ হাজার টাকা। বর্তমান প্রশাসন তা কমিয়ে মাত্র ১৮ হাজার টাকা নির্ধারণ করলেন। বাজারদর আর খরচের উর্ধ্বমুুখি পরিস্হিতিতে এই সিদ্ধান্তকে মানবিক ও প্রশিক্ষণার্থীবান্ধব বলে মন্তব্য করেন তিনি

আরও পড়ুন