শোকের প্রতীক
অসুস্থতাজনিত কারণে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মাতৃস্বাস্থ্যের (মেটারনাল হেলথ) প্রোগ্রাম ম্যানেজার ডা. আজিজুল আলীম। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে মোহাম্মদপুরের নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ২৩তম ব্যাচের ছাত্র ছিলেন ডা. আজিজুল আলীম।
একই দিন আসর নামাজের পর লালমাটিয়া বিবি মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে ডা. আজিজুল আলীম পরিবার, আত্মীয়-স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
এ দিকে, ডা. আজিজুল আলীমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। একইসাথে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তারা।
আরও পড়ুন