Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


আমেরিকা প্রবাসী ডা. ওমর ফারুক সাবের আর নেই

Main Image

আমেরিকা প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. ওমর ফারুক সাবের


না ফেরার দেশে চলে গেলেন আমেরিকা প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ডা. ওমর ফারুক সাবের। সপ্তাহখানেক লাইফ সাপোর্টে থাকার পর আজ বুধবার (২৫ ডিসেম্বর) ইন্তেকাল করেছেন। ডা. ওমর ফারুক ছিলেন ঢাকা মেডিকেল কলেজের ৪৫তম ব্যাচের কৃতি শিক্ষার্থী ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব তথ্য শেয়ার করেছেন বিশিষ্ট নাক-কান-গলা বিশেষজ্ঞ ডা. আরিফ মোর্শেদ।   

 

ডা. আরিফ মোর্শেদ লিখেছেন, ``আমাদের ৫ বছর সিনিয়র, ঢাকা মেডিক্যাল কলেজের K45 ব্যাচের ডা. ওমর ফারুক সাবের DrOmar Faruk ভাই আর একই ব্যাচের নাজনীন আপা পাশ করার পর থেকেই আমেরিকায় আছেন। তাদের দু'টো কন্যা সন্তান আছে!
 

মাঝে মাঝেই সোশ্যাল মিডিয়াতে খুব গুরুত্বপূর্ণ কথা বলতেন, দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে, স্বাস্থ্য নিয়ে, হেলথ টিপস দিতেন ক্যান্সার, হার্ট এটাকসহ নানা ইস্যুতে --- এত প্রাণোচ্ছল, একটিভ একজন মানুষ ছিলেন...  চিন্তাই করা যায় না! দেশে আসলে প্রায়শই বিভিন্ন জনকল্যাণমুখী কাজে টাকা পয়সা খরচ করতেন। সুদীর্ঘকাল উন্নত দেশে থেকে দেশকে ভুলে যাওয়া কোন প্রবাসীর মত ছিলেন না; তিনি প্রতিনিয়তই দেশ নিয়ে চিন্তা করতেন।  সামগ্রিকভাবে বাংলাদেশের মানুষের স্বাস্থ্যব্যবস্থা উন্নয়নের জন্য কী কী করা যেতে পারে- এগুলো নিয়ে আলাপ আলোচনা করতেন! 
 

গত সপ্তাহে বাংলাদেশে আসার জন‍্য বোস্টন এয়ারপোর্টে পৌঁছালে সাবের ভাইয়ের হার্ট অ‍্যাটাক হয়।
 

সপ্তাহখানেক লাইফ সাপোর্টে থাকার পর আজ না ফেরার দেশে চলে গেলেন! 
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
"Every Soul will have the taste of Death"! [ Sura Al Imran : V- 185 ]
মহান আল্লাহ সাবের ভাইয়ের সমস্ত গুনাহ মাফ করে তাকে বেহেস্ত নসিব করুন। আমিন।''

আরও পড়ুন