Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ঢাকা মেডিকেলে নারী চিকিৎসককে মারধর করায় রোগীর স্বজন আটক

Main Image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের নারী চিকিৎসক ডা. মানার হাফিজকে মারধরের ঘটনায় শম্পা (৩৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের নারী চিকিৎসক ডা. মানার হাফিজকে মারধরের ঘটনায় শম্পা (৩৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে হাসপাতালে নিউরো সার্জারি বিভাগে এই ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম। তিনি বলেন, ঢাকা মেডিকেলের একজন চিকিৎসকে রোগীর স্বজনরা মারপিট করেছেন এমন অভিযোগে শম্পা নামে এক নারীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় হাসপাতালের একজন ওয়ার্ড মাস্টার শাহবাগ থানা একটি অভিযোগ দায়ের করেছেন। এসআই আরও জানান, আটককৃত নারীর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলায়। তার স্বামীর নাম জাকির হোসেন শামীম।

 

জানা যায়, হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের ২০০ নম্বর ওয়ার্ডে ডিউটি করছিলেন ডা. মানার হাফিজ নামে ওই বিভাগের একজন চিকিৎসক। অন্যদিকে শম্পা নামে ওই নারীর বোন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে ডাক্তার মানার হাফিজ সেখানে গেলে সামান্য বিষয় নিয়ে শম্পা ওই নারী চিকিৎসকের গায়ে হাত তোলেন। পরে বিষয়টি হাসপাতালে পরিচালককে জানানো হলে তিনি হাসপাতালে আসেন এবং অভিযুক্ত শম্পাকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। আহত নারী চিকিৎসক মানার হাফিজ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন