পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের কর্মবিরতি কাল থেকে
শনিবারের (২১ ডিসেম্বর) মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশ না করায় আগামীকাল রোববার (২২ ডিসেম্বর) সারা বাংলাদেশে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। পাশাপাশি ট্রেইনি চিকিৎসকদের সাথে বৈষম্য দূর করতে এবং ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবি ও তাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২২ ডিসেম্বর বিএসএমএমইউর বটতলায় বেলা ১১টায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা।
শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এর সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মু. নুরুন্নবী এক বিজ্ঞপ্তিতে এসব ঘোষণা দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২২ সাল থেকেই বেসরকারি পোস্ট গ্রাজুয়েট চিকিতসকরা যৌক্তিক দাবি ভাতা বৃদ্ধির জন্য রাজপথে আন্দোলন করে আসছে৷ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর চিকিৎসকরা বিসিপিএস, বিএসএমএমইউ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সচিব এবং সহকারী স্বাস্থ্য উপদেষ্টা অধ্যাপক ডা. সায়েদুর রহমানসহ সকলের সাথে দেখা করেন। এসময় তারা ভাতা বৃদ্ধির দাবিকে যৌক্তিক বলেন এবং দ্রুত বাস্তবায়ন করবেন বলে কথা দেন।
চিকিৎসকরা আরও জানান, ভাতা বৃদ্ধির প্রয়োজনীয় নথি যথার্থ ধাপ পার করে অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়েছে। কিন্তু ওই ফাইল অর্থ মন্ত্রণালয়ে নথিভুক্ত হয়ে পড়ে আছে। এর প্রতিবাদে ১৪ ডিসেম্বর ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির নেতৃত্বে শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয় এবং ৪৮ ঘণ্টার আল্টিমেটামও দেওয়া হয়। পরদিন ১৫ ডিসেম্বর ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস থেকে দুজন মুখপাত্র ডা. জাবির হোসেন ও ডা. তানভীর আহমেদ, নাগরিক কমিটির পক্ষ থেকে ডা. আহাদ এবং ডা আশরাফ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সারজিস আলমসহ অর্থ মন্ত্রণালয়ে মিটিং করা হয় । আশ্বস্ত করা হয় সেদিনই (১৫ ডিসেম্বর) এই নথিটি অনুমোদন দিয়ে স্বাস্থ্য মন্ত্রনালয়ে পাঠানো হবে। কিন্তু ১৮ ডিসেম্বর পর্যন্ত ভাতা বৃদ্ধির নথি স্বাস্থ্য মন্ত্রণালয় পাঠানো হয়নি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে চিকিৎসকরা এখন অধিকার আদায়ে এবং যৌক্তিক দাবি বাস্তবায়নে রাজপথে নামতে বাধ্য হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত স্বৈরাচার সরকার ও কথা দিয়ে পরবর্তীতে কথা রাখেনি।বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসক সমাজ আর আশ্বাসে বিশ্বাস করবে না। ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির নেতৃত্বে সকল পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক বরাবরের মতো সকল নিয়মতান্ত্রিক ধাপ অতিক্রম করে চিকিৎসকদের অধিকার আদায়ে এবং যৌক্তিক দাবি বাস্তবায়নে রাজপথে নামতে বাধ্য হচ্ছে।
আরও পড়ুন