বিসিএসে চিকিৎসকদের বয়স ৩৪ বছর করতে জনপ্রশাসনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠি
বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের বয়স বাড়িয়ে ৩৪ বছরে উন্নীত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারি সচিব মো. আবু সুফিয়ান স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, উপর্যুক্ত বিষয় ও সূত্রোস্থ আবেদনের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে পূর্বে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ছিল ৩০ বছর এবং চিকিৎসকদের বয়সসীমা ছিল ৩২ বছর। বর্তমানে সাধারণ প্রার্থীদের বয়সসূমা বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। কিন্তু চিকিৎসকদের বিষয়ে আলাদা কোন নির্দেশনা প্রদান করা হয়নি। চিকিৎসকদের চিকিৎসা পাঠ্যক্রম শেষ করতে সাধারণ প্রার্থীদের চাইতে ৪/৫ বছর অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করার জন্য তারা আবেদন করেছেন।
এমতাবস্থায় বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করার বিষয়ে তাদের আবেদন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত এতদসঙ্গে নির্দেশক্রমে প্রদান করা হলো।
আরও পড়ুন