Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


মানবকল্যাণে দীর্ঘমেয়াদি অবদান রাখে গবেষণা: ডা. শরীফ মহিউদ্দিন

Main Image

শনিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের এক অভিজাত হলে নলেজ হাবের উদ্যোগে ‘ইনসাইট অ্যান্ড ইন্টারাকশান উইথ ডা. শরীফ মহিউদ্দীন শীর্ষক’ অনুষ্ঠান


গবেষণার মাধ্যমে বৈজ্ঞানিক অগ্রগতির পাশাপাশি সমাজ ও মানবতার জন্য দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে জানিয়েছেন চিকিৎসাবিজ্ঞানী ডা. শরীফ মহিউদ্দিন। শনিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রামের এক অভিজাত হলে নলেজ হাবের উদ্যোগে ‘ইনসাইট অ্যান্ড ইন্টারাকশান উইথ ডা. শরীফ মহিউদ্দীন শীর্ষক’ অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশের শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সম্ভাবনা, গবেষণার গুরুত্ব, এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার ওপর বক্তব্য রাখেন এই চিকিৎসাবিজ্ঞানী।  

 

বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতির ওপর জোর দেন।  

 

ডা. শরীফ মহিউদ্দিন বলেন, উচ্চশিক্ষা শুধু একাডেমিক দক্ষতা নয়, এটি একজন শিক্ষার্থীর মননশীলতা, গবেষণার উদ্ভাবনী চিন্তা এবং বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করার সক্ষমতা বৃদ্ধি করে। এজন্য উদ্ভাবনী ধারণা বাস্তবায়নে তরুণদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অধ্যবসায় বজায় রাখার আহ্বান জানান তিনি।  

 

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি ব্যবসায়ী, চিকিৎসক, আইনজীবী, সরকারি কর্মকর্তাসহ নানা শ্রেণিপেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তৃতার পর শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে তাদের উচ্চশিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডা. শরীফ।  

 

অনুষ্ঠানে মুহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মুহাম্মদ নঈমুল ইসলাম, সৈয়দ হাসান আল আজহারী, মুহাম্মদ শফিউল আলম, ডা. ইব্রাহিম মাসুম বিল্লাহ, ইব্রাহিম খলিল, মুহাম্মদ এমরানুল ইসলাম, মুহাম্মদ আলমগীর, মুহাম্মদ ইশতিয়াক রেজা প্রমুখ।  

 

উল্লেখ্য, ডা. শরীফ মহিউদ্দীন জাপানের আইটি বিশ্ববিদ্যালয় থেকে ডায়বেটিস ও এর জটিলতা বিষয়ে  পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে আমেরিকার নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গ্রসম্যান লং আইল্যান্ড স্কুল অব মেডিসিনে একজন চিকিৎসাবিজ্ঞানী হিসেবে কাজ করছেন। বিশ্বব্যাপী ডায়বেটিস ও এর জটিলতা নিয়ে গবেষণায় অবদান রেখে চলেছেন।  

 

বিশেষত তিনি ভাস্কুলার অ্যান্ডোথেলিয়াল জটিলতার ওপর ডায়বেটিসের প্রভাব নিয়ে গবেষণা করছেন। ডা. শরীফের গবেষণা প্রজেক্টকে গ্রাউন্ড ব্রেকিং রিসার্চ প্রজেক্ট হিসেবে বিবেচনা করা হয়। বিশেষত টাইপ টু ডায়বেটিস ও এর জটিলতার অন্তর্নিহিত আণবিক প্রক্রিয়া নিয়ে গবেষণায় তিনি অনন্য অবদান রাখছেন। তার বিভিন্ন গবেষণাকর্ম আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাডেমিক জার্নালে প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন