ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন গাজার কামাল আদওয়ান হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার সাঈদ জৌদেহ
ইসরায়েলি হামলায় শহীদ হয়েছেন গাজার কামাল আদওয়ান হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডাক্তার সাঈদ জৌদেহ। আল-আউদা হাসপাতালে রোগী দেখতে যাওয়ার পথে ইসরাইলি ট্যাংকের গোলায় তিনি নিহত হন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
ডাক্তার সাঈদ ছিলেন গাজার উত্তরের একমাত্র অর্থোপেডিক সার্জন। জাতিসংঘের প্রতিনিধি লুইস ওয়াটারিজ বলেছেন, এটি তার পরিবার ও স্থানীয়দের জন্য অপূরণীয় ক্ষতি। গাজার হাসপাতালগুলোতে চিকিৎসক, সরঞ্জাম ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব চরমে পৌঁছেছে।
প্রৌঢ় এই চিকিৎসক অবসরজীবন ছেড়ে যুদ্ধকালীন সময়ে মানুষকে সহায়তার জন্য কাজে ফিরে এসেছিলেন। গত মাসে কামাল আদওয়ান হাসপাতালের এক সংবাদ সম্মেলনে ‘আমাদের রক্ষা করুন’ (সেভ আস) লেখা একটি প্ল্যাকার্ড তুলে দাঁড়িয়ে ছিলেন তিনি।
অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় আরও ৫৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা ৪৪ হাজার ৯৩০ জনে পৌঁছেছে।
আরও পড়ুন