Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


না ফেরার দেশে অধ্যাপক ডা. শহীদুল বশির

Main Image

অধ্যাপক ডা. শহীদুল বশির


পপুলার মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শহীদুল বশির আর নেই। শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় রাজধানীর কল্যাণপুর ওভারব্রিজে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে ঘটনাস্থলেই ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডক্টর টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডা. এম এস ইসলাম।   

 

কর্মজীবনে ঢাকা মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও রংপুর মেডিকেল কলেজ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।  

 

তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার কামাসুতি গ্রামে। তিনি জামতৈল ধোপাকান্দি বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি পাস করেন। এইচএসসি পাস করে রাজশাহী গভমেন্ট কলেজ থেকে। এমবিবিএস ডিগ্রি অর্জন করেন রাজশাহী মেডিকেল কলেজ থেকে। পরবর্তীতে জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট (নিপসম) থেকে জনস্বাস্থ্য বিষয়ে উচ্চতর ডিগ্রিসহ ডক্টরেট করেন। তিনি ১৯৮৩ সালে সরকারি চাকরিতে যোগাদান করেন। 

আরও পড়ুন