গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় বিধ্বস্ত বাড়িঘর
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নিহত হয়েছেন ৩৩ জন। সেই সঙ্গে, আহত হয়েছেন আরও ১৩৪ জন। এ নিয়ে গাজায় মোট নিহতের সংখ্যা দাঁড়াল ৪৪ হাজার ২৮২ জনে। হামলায় আহত হয়েছেন ১ লাখ ৪ হাজার ৮৮০ জন। বুধবার (২৭ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেয়া বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় মুহুর্মুহু বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো।
এরপর থেকে বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।
তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন, হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করার আগ পর্যন্ত অভিযান চলবে গাজায়।
আরও পড়ুন