Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বেতন বৃদ্ধির দাবিতে ওরিয়ন ফার্মার শ্রমিকদের বিক্ষোভ

Main Image

বেসিক বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ করছেন ওরিয়ন ফার্মা কোম্পানির শ্রমিক


বেসিক বেতন বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিক্ষোভ করছেন ওরিয়ন ফার্মা কোম্পানির শ্রমিকরা। বুধবার (২০ নভেম্বর) দুপুর থেকে সিদ্ধিরগঞ্জের চরসুমিলপাড়াস্থ প্রতিষ্ঠানটির শ্রমিকরা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আন্দোলন চলছে।

 

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ শ্রমিকদের প্রতি নানা অন্যায়-অবিচার করে আসছে। আগে তাদের দৈনিক বেসিক বেতন ছিল ৩৭৫ টাকা। হঠাৎ করে গত তিন মাস আগে ৫০ টাকা কমিয়ে বেসিক বেতন করা হয় ৩২৫ টাকা। অনেক শ্রমিক এক যুগেরও বেশি সময় ধরে কাজ করলেও কাউকে স্থায়ী করা হয় না। কর্তৃপক্ষ কৌশলে প্রতি ছয় মাস পর পর নতুন নিয়োগ দেখিয়ে আইডি কার্ড ইস্যু করে। ঈদের ছুটি দিলেও বেতন দেওয়া হয় না। শ্রমিকরা ঈদে কোনো বোনাস পায় না। এত কম বেতনে কাজ করার পরও বেতন বকেয়া রাখা হয়। কর্তৃপক্ষের এসব অনিয়মের প্রতিবাদ করলে বহিরাগত লোকজন এনে শ্রমিকদের মারধর ও চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়।

 

বৃষ্টি নামে একজন নারী শ্রমিক বলেন, নিত্যপণ্যের বর্তমান বাজার পরিস্থিতিতে দৈনিক ৩২৫ টাকা দিয়ে একজন শ্রমিক কীভাবে সংসার চালাবে? তাই বেসিক বেতন ৫০০ টাকা করাসহ আমাদের পক্ষ থেকে গত আড়াই মাস আগে ১১ দফা দাবি পেশ করেছিলাম। তখন কর্তৃপক্ষ এক মাস সময় নিয়েছিল। অথচ আড়াই মাস চলে গেলেও আমাদের দাবি আদায়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। আমাদের দাবির বিষয়ে আজ দুপুরে জানতে গেলে কর্তৃপক্ষ জানায়, আমাদের বেসিক বেতন ৩৫০ টাকা করা হয়েছে। অন্য দাবির বিষয়ে কিছু জানায়নি। আমরা আপত্তি জানালে কর্তৃপক্ষ বলে এ বেতনে কাজ করলে করো, না করলে সবাই ইস্তফা দিয়ে চলে যাও। ৫০ টাকা কমিয়ে ২৫ টাকা বৃদ্ধির এমন তামাশা করায় আমরা বাধ্য হয়ে আন্দোলন করছি।

 

প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মকিদ সরকার বলেন, শ্রমিকদের ১১ দফা দাবির অধিকাংশ মেনে নেওয়া হয়েছে। তারপরও তারা কেন আন্দোলন করছে জানি না।

 

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, আন্দোলন চলছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছি। শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।

আরও পড়ুন