Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ডা. আসিয়ার বদলির আদেশ প্রত্যাহারের দাবি ঢামেকের শিক্ষার্থীদের

Main Image

ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ফার্মাকোলজি বিভাগের শিক্ষক ডা. আসিয়া ফেরদৌসকে বদলির প্রতিবাদ জানিয়েছেন মেডিকেলের শিক্ষার্থীরা


ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ফার্মাকোলজি বিভাগের শিক্ষক ডা. আসিয়া ফেরদৌসকে বদলির প্রতিবাদ জানিয়েছেন মেডিকেলের শিক্ষার্থীরা। শনিবার (৯ নভেম্বর) ঢাকা মেডিকেলের ডা. মিলন চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে তাঁর বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। 

 

প্রতিবাদ সমাবেশে ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা বলেন, ডিএমসির মতো দেশসেরা প্রতিষ্ঠানের বেসিক সাবজেক্টে ডা. আসিয়া ফেরদৌসর মতো এমডি ডিগ্রিধারী যোগ্য শিক্ষকের অনেক অভাব। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে থাকা শিক্ষকদের মধ্যে অন্যতম। তাঁর ফেসবুক প্রোফাইল পিকচার চেঞ্জ করা নিয়েও অনেক কাহিনী হয়েছে ৫ আগস্টের আগে। এমন একজন শিক্ষককে ডিএমসিতে রাখা ঢাকা মেডিকেল এবং শিক্ষার্থীদের জন্য অত্যন্ত জরুরি বলে দাবি তোলেন শিক্ষার্থীরা। 

 

শিক্ষার্থীরা আরও বলেন, সরকারি চাকরিতে বদলি খুবই স্বাভাবিক একটি ঘটনা। তবে, আগে শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে থাকা অপশক্তিদের অপসারণ করা হোক, তারপরে অন্যদের স্বাভাবিক বদলি করা হোক। ডা. আসিয়ার মতো যোগ্য শিক্ষককে ঢাকা মেডিকেলে রাখার জোর দাবি জানান তারা। 

আরও পড়ুন