Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি ও বিডিএস ২৮ ফেব্রুয়ারি গ্রহণের নীতিগত সিদ্ধান্ত

Main Image

এমবিবিএস ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি ও বিডিএস ২৮ ফেব্রুয়ারি নেয়ার নীতিগত সিদ্ধান্ত


আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা আগামী বছরের ১৭ জানুয়ারি গ্রহণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। এছাড়া আগামী ২৮ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা গ্রহণের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

 

মঙ্গলবার (২৯ অক্টোবর) অধিদপ্তরের অভ্যন্তরীণ সভায় এ বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 

 

এ বিষয়ে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর জানান, এমবিবিএস ভর্তি পরীক্ষার তারিখ ১৭ জানুয়ারি নীতিগতভাবে নির্ধারণ করা হয়েছে। আর ডেন্টালের ভর্তি পরীক্ষা ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

 

তিনি আরও জানান, ১৪ ফেব্রুয়ারি বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে সিদ্ধান্ত ছিল। কিন্তু ওই দিন শবে বরাত হতে পারে, আবার ২১শে ফেব্রুয়ারি নেওয়া সম্ভব নয়। এসব কারণে ২৮ ফেব্রুয়ারি বিডিএস পরীক্ষা নেওয়া হবে।

 

এতে অধিদপ্তরের মহাপরিচালক সম্মত রয়েছেন বলেও জানান তিনি। ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর বলেন, সময় মতো এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে।

 

দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন ৫ হাজার ৩৮০টি। ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজে আসন ছয় হাজার ২৯৫টি। প্রায় প্রতি বছর সারাদেশে এ পরীক্ষা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)।

আরও পড়ুন