Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরের সঙ্গে সরাসরি কাজ করতে চায় সরকার

Main Image

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)


বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সদর দপ্তরের সঙ্গে সরাসরি কাজ করার আগ্রহ প্রকাশ করে সংস্থাটিকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। আঞ্চলিক পরিচালক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের মাধ্যমে সংস্থাটির সঙ্গে কাজ করতে চায় না সরকার। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস উইং। 

 

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর বক্তব্য দেন। সম্প্রতি এই চিঠি দেওয়া হয়েছে বলে জানান তারা।

 

অপূর্ব জাহাঙ্গীর বলেন, বর্তমানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের দায়িত্বে থাকা সায়মা ওয়াজেদ নিষ্ক্রিয় অবস্থায় আছেন। তার বিরুদ্ধে যেহেতু আর্থিক ও ফৌজদারি মামলা আছে তাই ডব্লিউএইচওকে জানানো হয়েছে তার মাধ্যমে যেন যোগাযোগ করতে না হয়। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ডব্লিউএইচওকে অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন