Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


এমবিবিএস চার প্রফের রুটিন প্রকাশ করল ঢাবি

Main Image

এমবিবিএস চার প্রফের রুটিন প্রকাশ করল ঢাবি


ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর এমবিবিএস কোর্সের নভেম্বর-২০২৪ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও ফাইনাল প্রফেশনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডা. মোস্তাক আহমেদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশ করা হয়। 

 

রুটিন অনুযায়ী, নভেম্বর-২০২৪ এর প্রথম প্রফেশনাল (নতুন কারিকুলাম) পরীক্ষা শুরু হবে আগামী ১৫ ডিসেম্বর। লিখিত পরীক্ষা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রথম প্রফের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৫ জানুয়ারি। 

 

নভেম্বর-২০২৪ এর দ্বিতীয় প্রফের (নতুন কারিকুলাম) লিখিত পরীক্ষা শুরু হবে ৮ ডিসেম্বর। লিখিত পরীক্ষা শেষ হবে ১২ ডিসেম্বর। দ্বিতীয় প্রফের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর। 

 

নভেম্বর-২০২৪ এর তৃতীয় প্রফের লিখিত পরীক্ষা শুরু হবে ১৯ ডিসেম্বর। চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত। মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৪ জানুয়ারি।  

 

নভেম্বর-২০২৪ এর ফাইনাল প্রফের লিখিত পরীক্ষা শুরু হবে ১১ নভেম্বর। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। এছাড়াও ওএসপি পরীক্ষা ৫ ডিসেম্বর এবং মৌখিক পরীক্ষা ১২ ডিসেম্বর অণুষ্ঠিত হবে। 

 

আরও পড়ুন