Ad
Advertisement
Doctor TV

রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫


শহীদ সোহরাওয়ার্দী ও ময়মনসিংহ মেডিকেলে নতুন অধ্যক্ষ নিয়োগ

Main Image

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজের লোগো


রাজধানীর শের-ই বাংলানগরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণাললয়। সোমবার (৯ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। 

 

প্রজ্ঞাপনের আদেশ অনুযায়ী, অধ্যাপক ডা. তানজিনা লতিফকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এরআগে তিনি একই প্রতিষ্ঠানের গাইনী এন্ড অবস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 

 

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত হলেন জাতীয় কিডনি ডিজিজেস এন্ড ইউরোলজি, ঢাকার ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. ফজল নাসের। 

 

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। 

 

আরও পড়ুন