Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ওএসডি হলেন পাঁচ মেডিকেলের অধ্যক্ষ

Main Image

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়


দেশের পাঁচটি সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষকে ওএসডি করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়েছে। 

 

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের ভাষ্যমতে, ওএসডি হওয়া পাঁচ অধ্যক্ষ হলেন- ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. শফিকুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. সাহেনা আক্তার, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নওশাদ আলী, রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো.  শাহাদাত হোসেন ও গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. আমীর হোসাইন। 

 

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এসব কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। 

 

আরও পড়ুন