Advertisement
Doctor TV

রবিবার, ২২ জুন, ২০২৫


বন্যায় পানিবাহিত রোগের ঝুঁকি ও করণীয়

Main Image

বন্যায় পানিবাহিত রোগের ঝুঁকি ও করণীয় (ইনসেটে বিএসএমএমইউর শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোজাম্মেল হক)


বন্যাদুর্গত এলাকায় পানি দূষণ বেড়ে যায়। এ কারণে সংশ্লিষ্ট এলাকায় শিশুসহ সববয়সী পানিবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। এ বিষয়ে যথেষ্ট সতর্ক না থাকলে ও দ্রুত চিকিৎসা না নিলে চরম ভোগান্তি এমনকি মৃত্যুর কারণ হতে পারে পানিবাহিত রোগ। ডক্টর টিভিকে এ কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোজাম্মেল হক।

 

তিনি বলেন, বন্যার সময় দূষিত পানি ব্যবহার করার ফলে শিশুসহ সববয়সী মানুষের পানিবাহিত রোগের ঝুঁকি বাড়ে। যেমন- ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, অ্যামিবিক আমাশয়, জন্ডিস, হেপাটাইটিস এ ইত্যাদি। এছাড়াও দূষিত পানি থেকে একজিমা, চুলকানিসহ আরও কিছু চর্মরোগ হতে পারে।  

 

পানিবাহিত রোগ প্রতিরোধে করণীয়

 

১. বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। এজন্য পানি ভালো করে ফুটিয়ে, ফিল্টার ব্যবহার করে বা ওয়াটার পিউরিফায়ার পদ্ধতি অনুসরণ করতে হবে। 

 

২. খাওয়ার আগে সাবান-পানি দিয়ে হাত ধুয়ে নিতে হবে। বিশ্রামাগার ব্যবহার, ডায়াপার পরিবর্তন বা জীবাণু বহন করতে পারে এমন পৃষ্ঠের সংস্পর্শে আসার পর যত দ্রুত সম্ভব স্যানিটাইজ করেতে হবে। 

 

৩. অপরিষ্কার স্থান থেকে খাবার বা পানীয় গ্রহণ এড়িয়ে চলতে হবে। 

 

৪. টাইফয়েড ও হেপাটাইটিস এ-এর মতো রোগের ঝুঁকি কমাতে আগে থেকেই ভ্যাকসিন নেয়া দরকার। 

আরও পড়ুন