Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


আহত ছাত্র-জনতার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার আশ্বাস স্বাস্থ্য উপদেষ্টার

Main Image

শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার খোঁজ নেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম


বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। বুধবার সন্ধ্যায় শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার খোঁজ নিতে গিয়ে এ কথা বলেন তিনি। 


স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আহতরা চিকিৎসা সেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। আমরা দেখেছি অনেকের এক পা কাটা গেছে, অনেকে সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন। আমরা চেষ্টা করছি যাতে তাদের আরও উন্নত চিকিৎসা দেওয়া যায়। আমেরিকার সেবা ফাউন্ডেশনের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা চাচ্ছি তাদের কিছু ডাক্তার যদি বাংলাদেশে আসে তাহলে তাদের চিকিৎসা সেবা দিয়ে আমরা আরও ভালো করতে পারব।

 

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আহতরা ঢাকায় এসে চিকিৎসা নিচ্ছেন। আমরা বলেছি সরকারি খরচে তারা সম্পূর্ণ বিনামূল্যে ঢাকায় এসে চিকিৎসা নিতে পারবে।

 

পরিদর্শনকালে হাসপাতালের অস্থায়ী ক্যাজুয়ালিটি বিভাগ, সার্জারি বিভাগ, অপারেশন থিয়েটার রুম পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ শফিউর রহমান, চিকিৎসক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মেডিকেল টিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন