Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ওসমানী মেডিকেলের তিন বিভাগীয় প্রধানকে অব্যাহতি

Main Image

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ


সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের তিন বিভাগে নতুন বিভাগীয় প্রধান নিয়োগ দেয়া হয়েছে। সেইসাথে আগের  তিনজন বিভাগীয় প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বুধবার (১৪ আগস্ট) মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির রঞ্জন চক্রবর্তী স্বাক্ষরিত অফিস আদেশে এসব তথ্য জানানো হয়েছে।

 

এদিকে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের দাবির মুখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের তিন বিভাগের প্রধানকে অব্যাহতি দিয়েছে মেডিকেল কর্তৃপক্ষ।

 

অব্যাহতি পাওয়া তিন বিভাগীয় প্রধান হলেন- সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ আশীক আনোয়ার বাহার, গাইনি অ্যান্ড অবস বিভাগের অধ্যাপক ডা. নাসরীন আখতার ও শিশু বিভাগের অধ্যাপক ডা. মুজিবুল হক।

সার্জারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ খালেদ মাহমুদ। গাইনি অ্যান্ড অবস বিভাগে অধ্যাপক ডা. জামিলা খাতুন এবং শিশু বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী।


শিক্ষার্থীদের অভিযোগ, অব্যাহতি পাওয়া তিন বিভাগের প্রধানরা শিক্ষার্থীদের পক্ষে অবস্থান না করে স্বৈরাচারের পক্ষে অবস্থান নিয়েছিলেন। শিক্ষার্থীদের দমন-নিপীড়নে নানাভাবে সহযোগিতা করেন তারা। আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের তালিকা করার অভিযোগও রয়েছে সদ্য সাবেক তিন বিভাগীয় প্রধানের বিরুদ্ধে।

আরও পড়ুন