Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


চিকিৎসক-নার্সদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Main Image

কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজের ব্যানারে শান্তি সমাবেশ


কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজের ব্যানারে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ঢাকার বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসকরা অংশ নেন। শনিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে চিকিৎসকরা বলেন, কোটা বাতিল হোক এবং সংস্কার হোক সেটা আমরা চাই। আমরা সবাই শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সাথে একমত। এই আন্দোলনে যারা নিহত হয়েছে তাদের জন্য আমাদেরও রক্তক্ষরণ হয়। আরও বলেন, ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে একটা গোষ্ঠী দেশে অরাজকতা সৃষ্টি করছে। বাংলাদেশকে আজকে যারা শ্রীলঙ্কার, পাকিস্তানের মতো নিয়ে যেতে চাই আমরা তাদের বিরোধিতা করছি। সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. দীন মোহাম্মদ নুরুল হক, ঢাকা ডেন্টাল কলেজের পরিচালক অধ্যাপক ডা. বোরহান উদ্দিন হাওলাদার অনেকে বক্তব্য রাখেন।

আরও পড়ুন