Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


সহিংসতায় প্রাণ গেল ডা. সজীব সরকারের

Main Image

কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নির্মম হত্যাকান্ডের শিকার হলেন ডা. সজীব সরকার (৩০)


কোটা আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় নির্মম হত্যাকান্ডের শিকার হলেন ডা. সজীব সরকার (৩০)। তিনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রভাষক। গেল ১৮ জুলাই মাদরাসা পড়ুয়া ছোট ভাইকে আনতে গিয়ে রাজধানীর আজমপুরে পুলিশের গুলিতে প্রাণ হারান তিনি। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মির্জানগর মেঝেরকান্দি এলাকার হালিম সরকারের ছেলে সজীব সরকার। তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি। পারিবারিক সূত্র জানায়, ছোট ভাইকে বাড়িতে নিয়ে আসতে গত ১৮ জুলাই নরসিংদী থেকে ঢাকায় আসেন ডা. সজীব। ওই দিন আজমপুর এলাকায় কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছিল। সেখানে রাস্তাতেই গুলিতে গুরুতর আহত হন তিনি। নিকটস্থ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। নিহত সজীবের ভাই আব্দুল্লাহ সরকার বলেন, কোটা আন্দোলনের কারণে মাদরাসা ছুটি দিয়ে দেয়। সকালে সজীব ভাই ফোনে জানান আমাকে নিতে আসছেন। রাত ৯টা পর্যন্ত ভাইয়ের অপেক্ষায় ছিলাম। দেরি হওয়ায় কয়েকবার কল দিয়েও সাড়া পাইনি। পরে জানতে পারি ভাইয়া গুলিতে মারা গেছেন। তাঁর লাশ হাসপাতালে আছে। উত্তরার একটি মসজিদে আমার ভাইকে গোসল করানো হয়। তাঁর বুকে ছিল গুলির আঘাত। সেখান থেকে রক্ত ঝরছিল।’ রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন ডা. সজীব। পরে তাইরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ থেকে ২০২০ সালে এমবিবিএস পাস করেন।

আরও পড়ুন