Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ

Main Image

শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসকদের প্রতিবাদ সমাবেশ


শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে শুক্রবার (২ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়েছেন চিকিৎসকরা। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসক, মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীরা পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিয়েছেন। সমাবেশে বক্তারা বলেন, শান্তিপূর্ণ আন্দোলন দমাতে নোংরা খেলায় মেতেছে সরকার। সেনা-পুলিশ-বিজিবি দিয়ে নিরীহ মানুষ হত্যা করে আন্দোলন থামানো যাবে না। অন্যায়-অবিচারকে কীভাবে রুখতে হয় ছাত্রসমাজ তা দেখিয়ে দিয়েছে। এ সময় ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি ছোঁড়ার তীব্র নিন্দা জানান তারা। সমাবেশ শেষে শহীদ মিনার থেকে একটি মিছিল বের করেন চিকিৎসকরা। মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের সামনে গিয়ে শেষ হয়। এরআগে, বৃহস্পতিবার (১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সম্মিলিত বিবৃতিতে কর্মসূচি ঘোষণা করেন চিকিৎসকরা। সেখানে বলা হয়, আমাদের মেধাবী চিকিৎসক ডা. সজীবকে হত্যা করা হয়েছে, দেশের নানান শান্তিপূর্ণ কর্মসূচীতে আমাদের ছাত্র-ছাত্রীদের উপর অত্যাচার করা হয়েছে।

আরও পড়ুন