Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দিলেন পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা

Main Image

শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন সারাদেশ থেকে আগত পোস্টগ্রাজুয়েট প্রাইভেট চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকরা


ভাতা বৃদ্ধি ও বকেয়া পরিশোধসহ চার দফা দাবিতে ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালন করবেন সারা দেশের পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকরা। শনিবার (২৩ মার্চ) পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন্নবী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কর্মবিরতির ঘোষণা দেয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইন্টার্ন ডাক্তার এবং পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ডাক্তারদের বকেয়াসহ ভাতা পরিশোধ এবং ভাতা বৃদ্ধির দাবিতে শনিবার (২৩ মার্চ) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়। দাবির প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন। এরই প্রেক্ষিতে পরবর্তী  ৪৮ ঘণ্টা (২৩ মার্চ দুপুর ২টা থেকে এবং ২৫ মার্চ ২ দুপুর ২টা পর্যন্ত) দেশের সকল ট্রেইনি ডাক্তার এবং ইন্টার্ন ডাক্তার সম্পূর্ণভাবে কর্মবিরতিতে  থাকবেন। শুধুমাত্র যেসকল ট্রেইনি ডাক্তার এবং ইন্টার্ন ডাক্তারদের ক্যাসুয়ালিটিতে ডিউটি আছে তারা ডিউটি পালন করবেন। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে ২৫ মার্চ দুপুর ২টার পর থেকে সকল ট্রেইনি ডাক্তার এবং ইন্টার্ন ডাক্তার হাসপাতাল ত্যাগ করতে বাধ্য থাকবেন এবং আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। 

পোস্টগ্রাজুয়েট ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকদের যৌথ ৪টি দাবি হলো :

১. ইন্টার্ন চিকিৎসকদের বেতন ৩০ হাজার টাকা এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের বেতন বাড়িয়ে ৫০ হাজার টাকা করতে হবে।

২. পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের (এফসিপিএস, রেসিডেন্ট ও নন রেসিডেন্ট) বকেয়া ভাতা প্রদান করতে হবে।

৩. ১২টি প্রাইভেট ইন্সটিটিউটের নন-রেসিডেন্ট ও রেসিডেন্টদের আকস্মিক ভাতা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে ভাতা পুনর্বহাল করতে হবে।

৪. অবিলম্বে চিকিৎসক সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে।

এর আগে শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে পদযাত্রা করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে গিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন পোস্টগ্রাজুয়েট প্রাইভেট চিকিৎসক ও ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. জাবির হোসেন বলেন, গত ৯ মাস ধরে ট্রেইনি চিকিৎসকেরা ভাতাবঞ্চিত। সেই সঙ্গে প্রাইভেট ইনস্টিটিউটের রেসিডেন্ট ও ডিপ্লোমা ট্রেইনিদের ভাতা বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের ভাতা আরেক দফা বাড়ানোর কথা জানুয়ারি থেকে। সেই সঙ্গে ইন্টার্নদেরও ভাতা বাড়ানোর কথা ছিল। কিন্তু আমাদের শুধু আশ্বাসের ওপরেই রেখেছে।

আরও পড়ুন