Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ইসরায়েলি হামলায় গাজার নাসের হাসপাতাল বন্ধ

Main Image

গাজা উপত্যকার দ্বিতীয় বৃহত্তম নাসের হাসপাতাল


ইসরায়েলি বাহিনীর অভিযানের পর বন্ধ হয়ে গেছে গাজা উপত্যকার দ্বিতীয় বৃহত্তম নাসের হাসপাতাল। রোববার (১৮ ফেব্রুয়ারি) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: রয়টার্স।

জ্বালানীর অভাব এবং হাসপাতালটির চারপাশে ইসরায়েলি সেনাদের ক্রমাগত হামলায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে আশরাফ আরও বলেন, নাসের মেডিকেল কমপ্লেক্স দক্ষিণ গাজা উপত্যকার স্বাস্থ্যসেবার মেরুদণ্ড। এর কার্যক্রম বন্ধ করা মানে খান ইউনিস এবং রাফাহতে অবস্থানরত হাজার হাজার ফিলিস্তিনি বাস্তুচ্যুত মানুষের জন্য মৃত্যুদণ্ডের সমান।

এদিকে রোববার বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, নাসের হাসপাতালে প্রায় ২শ জন রোগী ভর্তি আছেন। আর হাসপাতালটি প্রায় এক মাস ধরে অবরুদ্ধ করে রেখেছে ইসরাইলি সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় ২৪ হাজার ৯শ ৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৮ হাজার ৮শ ৮৩ জন।

আরও পড়ুন