Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


এমডি-এমএস কোর্সে ভর্তির জন্য নির্বাচিত ১৪০৫ জনের তালিকা প্রকাশ

Main Image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এবং অধিভুক্ত মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইনস্টিটিউটসমূহে মার্চ ২০২৪ শিক্ষাবর্ষে রেসিডেন্সি প্রোগ্রাম এমডি-এমএস কোর্সে ভর্তির জন্য নির্বাচিত ১৪০৫ জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। বুধবার (৩১ জানুযারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষার্থীদের আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত কোর্সে ভর্তির কার্যক্রম চলবে। সরকারি, বিএসএমএমইউ এবং সামরিক প্রার্থীদের ক্ষেত্রে স্ব স্ব প্রতিষ্ঠানে ৭ ফেব্রুয়ারি থেকে প্রেষণাদেশ/ছুটির আদেশ প্রাপ্তি সাপেক্ষে ভর্তির কার্যক্রম চলবে।


সকল কোর্সে ভর্তির ক্ষেত্রে কোর্স ফি, টিউশন ফি এবং রেজিস্ট্রেশন ফি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি শাখা থেকে জানা যাবে বলেও নোটিসে উল্লেখ করা হয়েছে।

বিএসএমএমইউর বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন