Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ভাসকুলার সোসাইটির প্রেসিডেন্ট ডা. বাশার, মহাসচিব ডা. সাকলায়েন

Main Image

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এর অধ্যাপক ডা. এ এইস এম বাশার প্রেসিডেন্ট ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল মহাসচিব নির্বাচিত


বাংলাদেশ ভাসকুলার সোসাইটির নির্বাচন ঢাকার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এর অধ্যাপক ডা. এ এইস এম বাশার প্রেসিডেন্ট ও ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ভাসকুলার সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. সাকলায়েন রাসেল মহাসচিব নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩টায় ঢাকার একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ভাসকুলার সোসাইটির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, চলে একটানা রাত ৮টা পর্যন্ত। সোসাইটির সদস্যদের সরাসরি ভোটে আগামী দুই বছরের জন্যে (২০২৪-২০২৫) নির্বাচিত হয়েছেন।

সারা দেশ থেকে আগত ভাসকুলার সার্জনরা নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট দেন। উৎসবমুখর পরিবেশে প্রায় ৯০ শতাংশ ভোট পড়ে।

রক্তনালী রোগীদের সেবার মান বৃদ্ধি ও দক্ষ জনবল তৈরীতে জোরালো ভূমিকা রাখবে বলে সংগঠনের নেতৃবৃন্দ আশা ব্যাক্ত করেন।

আরও পড়ুন