Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


গণঅভ্যুত্থানে আহতদের সেবায় আসা বিদেশি চিকিৎসকদের কর অব্যাহতি দিল এনবিআর

Main Image

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)


বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য বিদেশ থেকে আগত চিকিৎসকদের জন্য কর অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে প্রতিষ্ঠানটি।

 

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) এর ধারা ৭৬ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে, সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য বিদেশি চিকিৎসকদের জন্য কর অব্যাহতি দেয়া হয়েছে।

 

চিকিৎসকরা বাংলাদেশ সরকার কর্তৃক প্রদেয় ফি, বাংলাদেশে অবস্থানকালীন হোটেলে থাকা, খাবার ব্যয় ও বিমান ভাড়া বাবদ অর্থ পরিশোধের ক্ষেত্রে আরোপনীয় কর অব্যাহতি সুবিধা পাবেন।

 

প্রসঙ্গত, আহতদের চিকিৎসা দিতে যুক্তরাষ্ট্র থেকে এসেছেন ছয় সদস্যের একটি মেডিকেল টিম। এছাড়া সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল, সিঙ্গাপুর ন্যাশনাল আই সেন্টার, ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল ও আলেক্সেন্ডার হাসপাতাল থেকে এসেছেন একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল।

আরও পড়ুন