ডা. কাজেম নিহতের ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তরের শোক
রাজশাহীতে ডা. মো. কাজেম আলি আহমেদ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে দেয়া শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, রোববার দিবাগত (২৯ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে, রাজশাহীতে ডা. মো. কাজেম আলি আহমেদ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডা. মো. কাজেম আলি আহমেদ রাজশাহী মেডিকেল কলেজের ৪২তম ব্যাচের ছাত্র ছিলেন এবং পরবর্তীতে তিনি একজন চর্ম, এলার্জী, যৌন, কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ও কসমেটিক সার্জন হিসেবে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন।
আরও পড়ুন