Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


লাঞ্ছনা ও অপমানের বিচার না পেয়ে চলে গেল ডা. নিশাত আব্দুল্লাহ

Main Image

বামে সদ্য প্রয়াত ডা. নিশাত আব্দুল্লাহ ও ডানে ডা. বাহারুল আলম


অবশেষে আক্রমণকারী পুলিশের বিচার না পেয়েই ডা. নিশাত আবদুল্লাহ আমাদের ছেড়ে চলে গেল- বিএমএ ও স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব কি?

চরম অবহেলায় ও অপমান নিয়ে খুলনার আবু নাসের স্পেশালাইজড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. নিশাত আবদুল্লাহ আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেল।

তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও যাদের কারণে পুলিশ সদস্য কর্তৃক লাঞ্ছনা ও অপমানের বিচার না পেয়ে সে চলে গেল- তাদের প্রতি চরম ঘৃণা প্রকাশ করছি।

আমরা চেষ্টা করেছিলাম অপারেশন থিয়েটারে লাঞ্ছনাকারী অপরাধী পুলিশ সদস্যের বিচার হোক। প্রতিবাদের কর্মসূচিতে সমগ্র বাংলাদেশের চিকিৎসক সমাজ, অপরাপর পেশাজীবী ও সচেতন নাগরিকরা বিপুল সমর্থন দিয়েছিল। তারপরেও স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএমএ-র উপস্থিতিতে বিচারের প্রয়োজনে চার্জশীট দাখিলের জন্য মন্ত্রণালয়ের একটি তদন্ত প্রতিবেদন ডা. নিশাত আব্দুল্লাহর মৃত্যুর আগ পর্যন্ত খুলনা বিএমএ ও খুলনার পুলিশ প্রশাসনের কাছে পেশ হয়নি। অথচ খুলনার সার্কিট হাউজে বসে বিএমএ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তদন্ত কাজ সম্পন্ন করে। কোন অদৃশ্য শক্তিবলে তদন্ত প্রতিবেদন চাপা পড়ে যায়! সমগ্র বিচার প্রক্রিয়ার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই অপরাধী পুলিশের এএসআই নাইম ঘুরে বেড়াচ্ছে এবং বিচার বিভাগের প্রতি চরম ঘৃণা ও চিকিৎসক সমাজের প্রতি ব্যর্থতার গ্লানি ছুঁড়ে দিয়ে ডা. নিশাত আবদুল্লাহ আমাদের নিষ্কৃতি দিয়ে গেল।

তারপরেও আমরা কি বিচার চাইব না?

আরও পড়ুন