Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


অর্থ আত্মসাতের দায়ে ঢামেকের সাবেক কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

Main Image

আদালতের প্রতিকী ছবি


অর্থ আত্মসাতের দায়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের সাবেক কর্মকর্তা  আজিজুল হক ভূঁইয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাস কারাভোগের আদেশ দেয়া হয়েছে। 

বুধবার (৩০ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন। রায় ঘোষণার সময় আজিজুল হক পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ সাজা পরোয়ানা জারি করেন আদালত। দণ্ডিত  আজিজুল হক ভূঁইয়া ঢামেকের জরুরি বিভাগের সাবেক রেকর্ড কিপার ও টিকিট কাউন্টারের ইনচার্জ ছিলেন। তিনি কিশোরগঞ্জের কটিয়াদি ধানার বালিরারপাড় গ্রামের পারসু ভূঁইয়ার ছেলে। 

আরেক ধারায় তাকে সাজা না দিয়ে অবৈধ উপায়ে আত্মসাৎকৃত অর্থের সমপরিমাণ অর্থাৎ ৩০ লাখ ৫০ হাজার ৬০১ টাকা জরিমানা করেন আদালত। যা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাবে বলে আদেশে উল্লেখ করেন বিচারক।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু গণমাধ্যমকে এসব তথ্য জানান। 

উল্লেখ্য, ৩০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১৮ সালের ৪ অক্টোবর তার বিরুদ্ধে মামলা করে দুদকের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম। তদন্ত শেষে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর চার্জশিট জমা দেন তিনি। ২০২১ সালের ৮ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় ১৮ সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১৭ জন আদালতে সাক্ষ্য দেন।

মামলার চার্জশিটের তথ্য অনুযায়ী, আজিজুল হক ভূইয়া ২০০৯ থেকে ২০১৩ সালের ২২ জানুয়ারি পর্যন্ত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে টিকিট কাউন্টারের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি টিকিট বিক্রির ১৫ লাখ ৫৯ হাজার ৬৫৫ টাকা এবং রোগী ভর্তির ১৪ লাখ ৯০ হাজার ৯৬৪ টাকা আত্মসাৎ করেন।

আরও পড়ুন