Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


শিশুদের মরণঘাতী রোটা ডায়রিয়া

Main Image

শিশুদের ডায়রিয়ার সবচেয়ে বড় কারণ রোটাভাইরাস (ইনসেটে লেখক)


শিশুদের ডায়রিয়ার সবচেয়ে বড় কারণ রোটাভাইরাস। রোটা ভাইরাসে আক্রান্ত হওয়ার হলে সাধারনত জ্বর, বমি, পেট ব্যথা দেখা যায়। এরপর ডায়রিয়া শুরু হয়ে ৫-৭ দিন পর্যন্ত চলতে থাকে। রোটা ভাইরাসের সংক্রমণে শিশুরা বেশ দুর্বল হয়ে পড়ে। এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

পাঁচ বছরের কম বয়সী শিশুরা রোটা ভাইরাসের সংক্রমণে বেশি আক্রান্ত হয়। দুই বছরের কম বয়সী শিশুরা আরও বেশি ঝুঁকিতে থাকে।

রোটা ভাইরাস প্রতিরোধে রোটা রিক্স ও রোটা টেক নামে দুই ধরনের ভ্যাকসিন রয়েছে। যে কোনো একটি ভ্যাকসিন নিয়েই শিশুকে এই ভাইরাস থেকে নিরাপদ রাখা যায়। রোটা রিক্স এর ডোজ দুইটি এবং রোটা টেক এর ডোজ তিনটি।

শিশুর জন্মের ৬ সপ্তাহ পর থেকে এই ভ্যাক্সিন নেয়া যায়। প্রথম ডোজের ৪ সপ্তাহ পর পরবর্তী ডোজ নিতে হয়। শিশুর বয়স ৬ মাস হওয়ার আগেই রোটা ভ্যাকসিনের ডোজ সম্পন্ন করতে হয়।

আরও পড়ুন