Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


মা ও নবজাতকের মৃত্যু, সেন্ট্রাল হাসপাতালের দ্বায় স্বীকার

Main Image

ডা. সংযুক্তা সাহার অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।


ভুল চিকিৎসায় নবজাতকের পর মা মাহমুদা রহমান আঁখির মৃত্যুর ঘটনায় নিজেদের গাফিলতির কথা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছে  রাজধানীর সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (১৯ জুন) এক সংবাদ সম্মেলনে হাসপাতালটির সিনিয়র ডেপুটি ডিরেক্টর ডাক্তার এ টি এম নজরুল ইসলাম এ কথা জানান।

নজরুল ইসলাম জানান, আঁখির চিকিৎসায় হাসপাতালের অবশ্যই গাফিলতি ছিল। গাফিলতি ছিল প্রথমত ডা. সংযুক্তা সাহার, তারপর ওটির চিকিৎসকদের, কারণ সে সময় তারা সিনিয়র ডাক্তারদের ডাকেননি। ডাক্তার সংযুক্তা সাহার অনিয়ম তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, আমরা এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছি। সাত কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন আসার কথা। ইতিমধ্যে ৫ দিন চলে গেছে, আর বাকি ২ দিন। আশা করছি এই সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন প্রকাশ করা সম্ভব হবে।

এদিকে, ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর মামলায় গ্রেপ্তার ডা. শাহজাদী ও ডা. মুন্না আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুন