Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


রেসিডেন্টদের দাবির প্রতি এফডিএসআর এর পূর্ণ সমর্থন

Main Image

রেসিডেন্টদের দাবির প্রতি এফডিএসআর এর পূর্ণ সমর্থন


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) এর অধিভুক্ত পোস্ট গ্রাজুয়েশন কোর্সে অধ্যয়নরত বেসরকারি চিকিৎসকদের দাবির সাথে একাত্মতা জানিয়েছে ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস (এফডিএসআর)।


বৃহস্পতিবার (১৪ জুন) সংগঠনের চেয়ারম্যান ডা. আবুল হাসনাৎ মিল্টনের পাঠানো এক বার্তায় এই সমর্থনের কথা জানানো হয়।   


বার্তায় এফডিএসআর এর পক্ষ থেকে বলা হয়েছে, রেসিডেন্টদের ভাতা বৃদ্ধি বিষয়ক আন্দোলন যৌক্তিক ও এতে এফডিএসআর সমর্থন জানাচ্ছে।


যৌক্তিক দাবীগুলোকে বিবেচনা করে দ্রুত রেসিডেন্ট ডাক্তারদের সমস‍্যা দূর করতে নির্দেশ দেয়ার জন‍্য প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানিয়েছে সংগঠনটি। 


এফডিএসআর এর মতে, বেসরকারী ট্রেইনি রেসিডেন্টদের ন্যায়সঙ্গত আন্দোলনের সাথে দলীয় রাজনীতিকে গুলিয়ে ফেলা একটি ভুল। রেসিডেন্টরা শিক্ষার্থী। এই ভাতা মেধাবী শিক্ষার্থীদের জন‍্য। এটা পাওয়া বা না পাওয়া রাজনৈতিক কোন দলের স্বার্থের সাথে সম্পর্কহীন। দ্রুততম সময়ের মধ্যে রেসিডেন্ট ডাক্তারদের বকেয়া প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি। 


পরিশেষে আন্দোলনকারীদের সফলতার জন‍্য সমর্থন অব‍্যাহত রাখার আশ্বাস দিয়েছে এফডিএসআর। 

আরও পড়ুন