Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


হৃদরোগে বছরে ১ কোটি ৮০ লাখ মানুষের মৃত্যু

Main Image

বিশ্বব্যাপী মানুষের সবচেয়ে বেশি মৃত্যু ঘটে হৃদরোগে।


বিশ্বব্যাপী মানুষের সবচেয়ে বেশি মৃত্যু ঘটে হৃদরোগে। বছরে এর সংখ্যা প্রায় এক কোটি ৮০ লাখ। হৃদরোগের অন্যতম কারণ উচ্চ রক্তচাপ ও তামাকজাত পণ্য সেবন। ভবিষ্যতে হৃদরোগের সমস্যা আরও জটিল হতে পারে। পরিমিত খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম একজন মানুষকে হৃদরোগ থেকে রক্ষা করতে পারে।

শনিবার (০৩ জুন) কক্সবাজারে বামরুনগ্রাদ হার্ট ইনস্টিটিউটের মতবিনিময় সভায় এসব কথা বলেছেন বামরুনগ্রাড হার্ট ইনস্টিটিউটের পরিচালক ও বিখ্যাত কার্ডিওলজিস্ট ডা. ওয়ান্তানাফোল ফিপথনানুস্থ।

ডা. ওয়ান্তানাফোল ফিপথনানুস্থ জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী হৃদরোগে মৃত্যুর কারণ হিসেবে তামাক ও উচ্চ রক্তচাপকে বেশি দায়ী। ফলে এ ব্যাপারে আমাদের সতর্ক হতে হবে।

তিনি আরও জানান, ‘হৃদরোগীদের যত্ন এবং রোগ প্রতিরোধের স্তরের উন্নতির গুরুত্ব নিশ্চিত করে বামরুনগ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতাল। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যকর জীবনধারার প্রচার, সেইসঙ্গে হৃদরোগের ক্রমবর্ধমান সংখ্যার প্রতিক্রিয়া হিসেবে উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরলের মতো ঝুঁকির কারণগুলো স্ক্রিনিং এবং রোগ শনাক্তকরণ প্রোগ্রাম ও এই সম্পর্কিত জটিলতা নির্ণয়।

বামরুনগ্রাড আন্তর্জাতিক হাসপাতাল থাইল্যান্ডের সেরা হাসপাতাল হিসেবে স্বীকৃত। অত্যাধুনিক সুযোগ-সুবিধা, অত্যাধুনিক প্রযুক্তি এবং অত্যন্ত দক্ষ চিকিৎসক দিয়ে স্বাস্থ্যসেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও সভায় উল্লেখ করা হয়।

আরও পড়ুন