Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ঢামেক হাসপাতাল থেকে ৪ দালাল আটক

Main Image

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ৪ দালাল আটক


ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ৪ দালালকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১জুন) রাত পৌনে নয়টার দিকে তাদের আটক করেন দায়িত্বরত আনসার সদস্যরা। 


আটককৃতরা হলেন- মো. রাসেল (২৬), মো. মিজান (২৮), মো. ইউসুফ (১৯) ও মোসা. ঝুনু বেগম (৫৫)।


ঢামেক হাসপাতালের আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রউফ বলেন, পুরাতন ভবনের গাইনি বিভাগের ২১২ নং ওয়ার্ডে দালাল চক্রের দৌরাত্মের কথা জেনে কর্তৃপক্ষের নির্দেশ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দালাল চক্রের ১ নারী সদস্যসহ ৪ জনকে আটক করা হয়। পরে তাদেরকে শাহবাগ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।


হাসপাতালের অন্যান্য ওয়ার্ডে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক। 

আরও পড়ুন