Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


এক পাতায় ১০ রোগমুক্তি

Main Image

ঔষধি গুণে ভরপুর বাসক পাতা।


শারীরিক বিভিন্ন সমস্যা হলেই আমরা ডাক্তারের কাছে ছুটে যাই। কিন্তু জানা থাকলে ছোটখাটো অনেক বিষয়ে ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। কারণ আমাদের চারপাশে এমন কিছু প্রাকৃতিক উপাদান আছে যা দিয়ে আমাদের সমস্যার সমাধান নিজেরাই করতে পারব।

সেরকমই ঔষধি গুণে ভরপুর প্রাকৃতিক উপাদান বাসক পাতা। গ্রামের দিকে সহজলভ্য এই বাসক পাতার রয়েছে নানান উপকারিতা। বাসক পাতা ব্যবহার করে আমরা বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পেতে পারি।

একনজরে বাসক পাতার উপকারিতা

১. বাসক পাতার রসের সঙ্গে এক চামচ মধু বাচ্চাদের খাওয়াতে পারলে সর্দি কাশি থেকে অনেকটাই আরাম পাওয়া যায়।

২. বাসক পাতার রস গোসলের কিছুক্ষণ আগে মাথায় দিয়ে কিছুক্ষণ রাখলে উকুন মরে যায়।

৩. ছোট ফোঁড়া অথবা ব্যথায় বাসক পাতা বেঁটে ফোঁড়ার উপর লাগালে ব্যথা কমে যায়।

৪. বাসক পাতার রস ১ চামচ মধুসহ খেলে বুকে জমে থাকা কফ সহজেই উঠে আসে।

৫. বাসক গাছের ফুল বেঁটে মিছরি দিয়ে শরবত করে খেলে প্রস্রাবের জ্বালা-যন্ত্রণা থেকে উপকার মেলে।

৬. কচি বাসক পাতা ও এক টুকরো কাঁচা হলুদ একসঙ্গে বেঁটে দাদ বা চুলকানিতে লাগালে কিছু দিনের মধ্যে ভালো হয়ে যায়।

৭. নিয়মিত এক কাপ করে বাসক পাতার রস খেলে জন্ডিস রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়।

৮. মাড়ি দিয়ে রক্ত পড় সমাধানে বাসক পাতা সেদ্ধ পানি দিয়ে কুলকুচি করলে ভালো ফলাফল পাওয়া যায়।

৯. জ্বর, শ্বাসকষ্টজনিত সমস্যায় বাসক পাতার বিশেষ উপকারিতা আছে।

১০. বাসক পাতায় থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান বাতের ব্যথা নিরাময়ে সাহায্য করে। 

 উল্লিখিত, এখানের সকল বিষয় শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। শরীরে বিশেষ সমস্যা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন