Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিএসএমএমইউয়ে অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপে আবেদন শুরু

Main Image

আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত।


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নিউরোসার্জারি বিভাগের অধীনে ‘অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ’ প্রোগ্রামে আবেদন ফরম পূরণ কার্যক্রম শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ জুন পর্যন্ত।

শনিবার (১৩ মে) বিএসএমএমইউর উপ-রেজিস্ট্রার (শিক্ষা) ডা. জি এম সাদিক হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জারি বিভাগের অধীনে স্পাইনাল নিউরোসার্জারি ডিভিশন ও স্কলবেজ নিউরোসার্জারি ডিভিশন কর্তৃক পরিচালিত জুলাই ২০২৩ সেশনে এক বছর মেয়াদি 'অ্যাডভান্স ক্লিনিক্যাল ফেলোশিপ প্রোগ্রাম' এর জন্য আবেদনকারীদের নির্ধারিত ফরমে আবেদনের আহ্বান করা যাচ্ছে।

আগ্রহীদের নিউরোসার্জারি বিষয় এমএস/এফসিপিএস ডিগ্রিধারী হতে হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর (৩০-০৬-২০২৩)। সরকারি-বেসরকারি ও বিএসএমএমইউ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ব্যাংক অ্যাকাউন্টে কোর্স ফি বাবদ ১০ হাজার টাকা জমা দিতে হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

ফরম ফি বাবদ ২০০ টাকা জমা দিয়ে শনিবার (১৩ মে) থেকে অফিস চলাকালীন সি-ব্লকের ৫০৬ নম্বর রুম থেকে ফরম সংগ্রহ করা যাবে।

→প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

আরও পড়ুন