Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিন প্রোগ্রাম নয়

Main Image

অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিন প্রোগ্রাম নয়


ওষুধ প্রশাসন অধিদফতর বা স্বাস্থ্য অধিদফতরের পূর্ব অনুমতি ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালানো যাবে না। সোমবার (৮ মে) শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতিকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। 

এই নির্দেশনা বাস্তবায়নে উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং আঞ্চলিক পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, সারভারিক্স ভ্যাকসিনের নকল লেবেল লাগিয়ে একটি চক্র এটি নকল করছে, যা গত ১৬ মার্চ সিআইডি জব্দ করেছে। গত ১৮ মার্চ ওষুধ প্রশাসন অধিদফতরের কর্মকর্তারা মিরপুর দারুস সালাম থানা এলাকার এ.আর.খান ফাউন্ডেশনে এ ভ্যাকসিনটি মেয়েদের দেওয়া হতো বলে আলামত পেয়েছেন।

অফিস আদেশে আরও বলা হয়, গাজীপুর জেলায় বিভিন্ন স্কুল ও কলেজে নকল ভ্যাকসিনের প্রচারণা করা হয়েছে বলে জানা গেছে।

নির্দেশনায় বলা হয়— স্কুল ও কলেজে বেসরকারি পর্যায়ে কোনও ধরনের ভ্যাক্সিনেশন করার জন্য বলা হলে এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদফতর বা স্বাস্থ্য অধিদফতরের পূর্বানুমোদন থাকা আবশ্যক। এমতাবস্থায়, ওষুধ প্রশাসন অধিদফতর বা স্বাস্থ্য অধিদফতরের পূর্ব অনুমোদন ছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে এই কার্যক্রম না করার জন্য অনুরোধ জানানো হয়েছে। 

আরও পড়ুন