Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ওরাল ক্যান্সার কেন হয়, প্রতিকারের উপায়

Main Image

ওরাল বা মুখের ক্যান্সার


ওরাল ক্যান্সার মানে মুখের ক্যান্সার। মুখের ক্যান্সার ঠোঁট, জিহ্বা, চোয়াল, দাঁত, মাড়ি, টনসিল ও আশপাশের স্থানে ক্যান্সার হওয়াকে বোঝায়। এর মূল কারণ হলো মানুষের জীবনযাপন, খাদ্যাভ্যাস, অভিরুচি, আর্থ-সামাজিক প্রেক্ষাপট ও ব্যক্তি বিশেষে বদঅভ্যাস। যেমন: সুপারি-জর্দা চিবানো, তামাক ও অ্যালকোহলের ব্যবহার প্রভৃতি। আসুন ওরাল ক্যান্সার কেন হয় সেসব জেনে নিই : 

* পান, সুপারি, গুল, জর্দা, সিগারেটসহ অন্যান্য তামাক বা তামাকজাত দ্রব্য গ্রহণ

* সূর্যের আলোতে অতিরিক্ত অবস্থান, বিশেষ করে অল্প বয়সে

* বেশিমাত্রায় অ্যালকোহল পান

* ঠোঁট বা মুখে দীর্ঘদিনের ঘা

* বংশগত কারণ

* হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি)। নির্দিষ্ট এইচপিভি স্ট্রেনগুলো স্কোয়ামাস সেল কার্সিনোমার (এসিসি) জন্য দায়ী।

 

ওরাল ক্যান্সার প্রতিরোধে করণীয়: 

* তামাক, তামাকজাত পণ্য ও অ্যালেকোহল পান পুরোপুরি বন্ধ করতে হবে।  

* মুখ ও দাঁত পরিষ্কার রাখা

* সূর্যের আলোতে সরাসরি অবস্থা না করা

* প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর শাকসব্জি ও ফলমূল রাখা

* বছরে দু’বার ডেন্টাল চেকআপ করালে মুখের কান্সার বা যেকোন ধরনের অস্বাভাবিকতা প্রথমেই ধরা পড়ে। ফলে তা দ্রুত প্রতিকার করা সম্ভব হয়। 

ওরাল ক্যান্সার যদি প্রাথমিক অবস্থায় নির্নয় করে চিকিৎসা করা যায় তাহলে ভালো হওয়ার সম্ভাবনা থাকে। তাই অতি দ্রুত ওরাল ক্যান্সার বিশেষজ্ঞের পরামর্শ নিন।

আরও পড়ুন