Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


মরণোত্তর দানের কিডনি প্রতিস্থাপনে বাংলাদেশি চিকিৎসকদের যুগান্তকারী সাফল্য

Main Image

কিডনি প্রতিস্থাপনে যুগান্তকারী সাফল্য দেখালেন বাংলাদেশি চিকিৎসক দল


কিডনি প্রতিস্থাপনে যুগান্তকারী সাফল্য দেখালেন বাংলাদেশি চিকিৎসক দল। দেশে প্রথমবারের মত মৃত মানুষের শরীর থেকে নেয়া দুটি কিডনি দুজনের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করেছেন তারা।

এতে নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেনাল ট্রান্সপ্লান্ট সার্জরি বিভাগের অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল। ২০ বছর বয়সী মৃত নারী সারার শরীর থেকে নেয়া দ্বিতীয় কিডনিটিও সফলভাবে প্রতিস্থাপন করেছে ন্যাশনাল কিডনি ফাউন্ডেশন।

অপারেশনে সহযোগিতা করেন ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল হোসেন দিপু, সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সহকারী অধ্যাপক ডা. কার্তিক চন্দ্র ঘোষ, অ্যানেসথেসিয়া অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবাশিস বণিক, অধ্যাপক ডা. দেব্রত বণিক, সহকারী অধ্যাপক ডা. মো. আব্দুল হান্নান, ডা. কামরুল হাসান, ডা. মো. আশরাফুজ্জামান সজিব, ডা. দিলীপ, ডা. মোমিনুল হক।

এদিকে, ব্রেন ডেথ রোগীর অঙ্গদান ও বাংলাদেশে প্রথম সফল ক্যাডাবেরিক ট্রান্সপ্ল্যান্ট নিয়ে আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

বিকেল ৩টায় বিএসএমএমইউ’র শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে ব্রিফিং করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাতীয় ক্যাডাভেরিক ট্রান্সপ্ল্যান্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। 

অঙ্গ প্রতিস্থাপনের কারিগরী বিষয় উপস্থাপন করবেন রেনাল ট্রান্সপ্ল্যান্ট সার্জারির অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল। 

আরও পড়ুন