Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


জন্মনিবন্ধন : বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাল ইউনিসেফ

Main Image

ইউনিসেফ


জন্ম নিবন্ধনে স্থানীয় সরকার ও স্বাস্থ্য অধিদপ্তরের সমাঝোতা সই


বাংলাদেশে সর্বজনীন জন্ম নিবন্ধন এগিয়ে নিতে স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় ও স্বাস্থ্য সেবা অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। এর প্রশংসা করেছে ইউনিসেফ।


বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট এবিষয়ে বলেছেন, জন্মের সময় নিবন্ধন প্রতিটি শিশুর মৌলিক অধিকার। আমি বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাই এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার জন্য। এটি বাস্তবায়ন হলে বাংলাদেশের লাখ লাখ শিশু উপকৃত হবে।


জন্মসনদ জাতীয়তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষাসহ অন্যান্য সব ধরনের অধিকার দাবি করার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। বাংলাদেশে জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক এবং এটি বিনামূল্যে করা হয়।


স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) মো. রাশেদুল হাসান বলেন, জন্ম মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আজকের স্বাক্ষরিত সমঝোতা স্মারক জন্মনিবন্ধন প্রক্রিয়াকে আরও সহজ, নির্ভুল ও দ্রুততম করবে। একই সঙ্গে তা শিশুর অধিকার রক্ষাসহ পরিচয় নির্বিশেষে সবার জন্মনিবন্ধন নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।

আরও পড়ুন