Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


মানবদেহের রোগ নির্ণয়ে ভূমিকা রাখছে জৈবপ্রযুক্তি

Main Image

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এনাটমি বিভাগ আয়োজিত কর্মশালা উদ্বোধন করছেন উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ


মানবদেহের রোগ নির্ণয়ে ভূমিকা রাখছে জৈব প্রযুক্তি। বৃহস্পতিবার ১৭ নভেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মিল্টন হলে এনাটমি বিভাগ  আয়োজিত কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে। 

ডেভলভমেন্ট অব পোস্ট গ্রাজুয়েট বায়োটেকনোলজি কারিকুলাম শীর্ষক  কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।

কর্মশালায় জানানো হয়, জৈবপ্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা হয় যেমন-খাদ্য, চিকিৎসা, ঔষধ ইত্যাদি। গবেষণা, শিক্ষা এবং সকল প্রশিক্ষণে এর ব্যবহারের সুযোগ রয়েছে। এটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং থেরাপিউটিক প্রোটিন এবং সেইসাথে জৈবিক জীব উৎপাদনে সাহায্য করেছে এবং মানবদেহের রোগ নির্ণয়ে ভূমিকা রাখছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন এনাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু।

আরও পড়ুন