Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিশ্ব ডায়াবেটিস দিবস আজ

Main Image

বিশ্ব ডায়াবেটিস দিবস


আজ ১৪ নভেম্বর, বিশ্ব ডায়াবেটিস দিবস। জনসচেতনতা বাড়াতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ধরা হয়েছে, ‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন।’ এর অর্থ হলো-  ডায়াবেটিস সম্পর্কে ভালোভাবে জানলে, একে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।

১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বরকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ থেকে পৃথিবীজুড়ে দিবসটি পালন শুরু হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় (ইউএন রেজোলুশন ৬১/২২৫)।

ডায়াবেটিস উপলক্ষে দেয়া বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটি একটি প্রতিরোধ ও নিরাময়যোগ্য রোগ। এ লক্ষ্যে নানামুখী কাজ করায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) প্রসংশা করেন তিনি। সরকার টাইপ-১ ডায়াবেটিক রোগীদের বিনামূল্যে ইনসুলিন দিতে বিশেষ কর্মসূচি নিয়েছে বলেও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন