Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বরিশাল মেডিকেলে দুদকের অভিযান, চিকিৎসকদের ক্ষোভ

Main Image

বরিশাল মেডিকেলে দুদকের অভিযানের প্রতিবাদে চিকিৎসকদের বিক্ষোভ


বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবামেক) অধ্যক্ষের কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানের নিন্দা জানিয়ে বিক্ষোভ করেছেন চিকিৎসক ও শিক্ষার্থীরা।

এ সময় অভিযান পরিচালনাকারী দলের প্রধান রাজ কুমারের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে- অবিলম্বে তার বহিষ্কার দাবি করেন বিক্ষুব্ধ চিকিৎসকেরা। এ লক্ষ্যে বুধবার (৭ সেপ্টেম্বর) বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুদক সচিব বরাবর স্মারকলিপি দেয়ার ঘোষণা দিয়েছেন চিকিৎসক নেতারা। 

প্রসঙ্গত, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিনের কার্যালয়ে অভিযান চালায় দুদক। 

এদিকে, অধ্যক্ষের কক্ষে দুদকের অভিযানের প্রতিবাদে বিকেল ৩টায় কলেজের কনফারেন্স রুমে ডাক্তার এবং মেডিকেল শিক্ষার্থীরা জরুরি বৈঠক করেন। এরপর কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। 

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বরিশাল বিভাগীয় সভাপতি ডা. ইসতিয়াক হোসেন স্পষ্ট করে বলেন, আমাদের আন্দোলন অভিযানে থাকা রাজ কুমারের বিরুদ্ধে। মেডিকেলের অধ্যক্ষের সঙ্গে তিনি অত্যন্ত জঘন্য আচরণ করেছেন। ৯ম গ্রেডের কোনো কর্মকর্তা-কর্মচারী ২য় গ্রেডের একজন কর্মকর্তার সঙ্গে এভাবে অসদাচরণ করতে পারে না। আমরা তার বিচার চাই।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিন বলেন, আজকে (মঙ্গলবার) বৈঠক ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোগীদের কথা চিন্তা করে বড় কোনো আন্দোলনে যাইনি। তবে যদি তারা (দুদক) কোনো মামলা করে, তাহলে কর্মবিরতিতে যাবেন বলে হুঁশিয়ারি দেন অধ্যক্ষ ডা. মনিরুজ্জামান শাহিন।

আরও পড়ুন