Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


৫-১২ বছরের শিশুদের টিকায় ১২ নির্দেশনা

Main Image

যাদের জন্মনিবন্ধন নেই, তাদের ১৭ ডিজিটের জন্মনিবন্ধন করতে হবে, বিষয়টি প্রতিষ্ঠানপ্রধান ও অভিভাবকরা নিশ্চিত করবেন


আগামী আগস্ট মাসে ৫ থেকে ১২ বছরের শিশুদের করোনার টিকার আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য বৃহস্পতিবার (২৮ জুলাই) ১২ দফা নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।

নির্দেশনার মধ্যে রয়েছে টিকা গ্রহণকারী শিক্ষার্থীদের বয়স হতে হবে ৫ থেকে ১১ বছর ৩৬৪ দিন। টিকা গ্রহণ করতে অবশ্যই সুরক্ষা অ্যাপে নিবন্ধন করতে হবে। শিক্ষার্থীদের জন্মনিবন্ধন অবশ্যই ১৭ ডিজিটের হতে হবে।

যাদের জন্মনিবন্ধন নেই, তাদের ১৭ ডিজিটের জন্মনিবন্ধন করতে হবে, বিষয়টি প্রতিষ্ঠানপ্রধান ও অভিভাবকরা নিশ্চিত করবেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুরক্ষা অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক নয়।

বিদেশি পাসপোর্টধারী শিক্ষার্থীদের সুরক্ষা অ্যাপে নিবন্ধনের আগে শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ছকে তথ্য পাঠাতে হবে।

নির্দেশনায় শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষকে উদ্দেশ করে বলা হয়েছে, এমনভাবে তালিকা করতে হবে, যাতে কোনো শিক্ষার্থী টিকা দেওয়া থেকে বাদ না যায়। প্রয়োজনীয় প্রচারণার পাশাপাশি বিষয়টি অভিভাবকদের জানাতে হবে।

টিকা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য স্কাউট, গার্লস গাইড, রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবক দল প্রস্তুত করতে হবে। টিকা কেন্দ্রে প্রয়োজনীয় শিক্ষককে দায়িত্ব দিতে হবে। নির্ধারিত সূচি অনুযায়ী নির্ধারিত কেন্দ্রে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে হবে।

এ ছাড়া টিকা কার্যক্রমসংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শের জন্য আঞ্চলিক পরিচালক, উপপরিচালক, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে প্রতিষ্ঠানপ্রধানদের যোগাযোগ করার জন্যও নির্দেশনায় বলা হয়েছে।

আরও পড়ুন