সিলেট যাচ্ছে বিডিএফ
সিলেট ও সুনামগঞ্জের বন্যা কবলিতদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) হিউম্যানেটরিয়ান এইড।
রোববার রাতে প্রথম এক ট্রাক শুকনা খাবার (চিড়া, গুঁড় , মুড়ি) ,বিশুদ্ধ পানি ,ঔষধ , খিচুড়ি তৈরীর সামগ্রী প্রায় ৮ টন ত্রাণ সামগ্রী নিয়ে সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয় একটি ট্রাক।
বিডিএফ চিকিৎসকদের স্বাচ্ছাসেবক দল আজ থেকে সিলেট ও সুনামগঞ্জে দীর্ঘ মেয়াদে ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে।
প্রসঙ্গত, সিলেটের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার সবশেষ তথ্য অনুযায়ী, সিলেটে সুরমা নদীর পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর সিলেট পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০। সেখানে এখন পানি ১১ দশমিক ৩৫।
কানাইঘাট পয়েন্টে গতকাল সন্ধ্যা ৬টায় পানি ছিল ১৪ দশমিক ৮ সেন্টিমিটার। আজ সকাল ৮টার হিসাব অনুযায়ী, সেখানে পানির মাপ ১৩ দশমিক ৯০ সেন্টিমিটার।
এদিকে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে গতকাল পানি বিপৎসীমার নিচে থাকলেও আজ বিপৎসীমার শূন্য দশমিক শূন্য ছয় সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেরপুর পয়েন্টে পানি বিপৎসীমার নিচে।
আরও পড়ুন