Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


দেশে বছরে ৭ লাখ মানুষ অসংক্রামক রোগে মারা যান

Main Image

যে দেশে স্বাস্থ্যব্যবস্থা ভালো নয় সে দেশের কাঠামো সুন্দর হয় না


দেশে প্রতিদিন অসংক্রামক রোগে ১ হাজার ৯০০ মানুষ মারা যান বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৯ মে) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশে প্রতি বছর ১০ লাখ মানুষের মৃত্যু হয়। তার মধ্যে ৭ লাখ মানুষ বা ৭০ শতাংশই মারা যান অসংক্রামক রোগে। অর্থাৎ অসংক্রামক রোগে প্রতিদিন ১ হাজার ৯১৮ মানুষ মারা যান।’

তিনি বলেন, ‘যে দেশে স্বাস্থ্যব্যবস্থা ভালো নয় সে দেশের কাঠামো সুন্দর হয় না। দেশ এগিয়ে যেতে পারে না। ভালো স্বাস্থ্যসেবার জন্য প্রয়োজন অবকাঠামো, ওষুধ, স্বাস্থ্যকর্মী। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার ঐকান্ত চেষ্টায় সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে আছে।’

জাহিদ মালেক বলেন, ‘দূষণও মৃত্যুর বড় কারণ। এর কারণেই নন-কমিউনিকেবল (অসংক্রামক) রোগগুলো বেড়ে যায়। লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসও এর জন্য দায়ী। এছাড়া মোবাইল ও কম্পিউটার বা টেলিভিশনের স্ক্রিন বেশি দেখার কারণে মানসিক সমস্যা বাড়ছে। এটি ব্যয়বহুল চিকিৎসা। এ কারণে সরকারি হাসপাতালে বেশ চাপ পড়ে। এছাড়া এসব কারণে আত্মহত্যাও বাড়ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ৩৮টি মেডিকেল কলেজ, ৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে। স্বাস্থ্য বিভাগ এগিয়ে গেছে, একই সাথে সমস্যাও বেড়েছে। স্বাস্থ্য বিভাগ সংক্রামক ব্যাধি মোকাবিলায় প্রস্তুত ছিল। আমরা টিবি, কলেরা, ডায়রিয়া নিয়ে কাজ করেছি। এসব এখন নিয়ন্ত্রণে।’

স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর ও অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির প্রমুখ।

আরও পড়ুন